ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিনোদন

ফ্রান্সে ২৫ বছরে তোলা ২৫টি আলোকচিত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
ফ্রান্সে ২৫ বছরে তোলা ২৫টি আলোকচিত্র

আলোকচিত্রী আনোয়ার হোসেন চিত্রগ্রাহক হিসেবেও পরিচিত। ‘সূর্যদীঘল বাড়ি’ ছবির চিত্রগ্রাহক ছিলেন তিনি।

দীর্ঘদিন ধরে তিনি প্যারিসপ্রবাসী। ফ্রান্সে ২৫ বছরে তার তোলা বিভিন্ন মুহূর্তের ২৫টি আলোকচিত্র নিয়ে আয়োজন করা হয়েছে একক প্রদর্শনী।

রাজধানীর ধানমন্ডিস্থ আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে আগামী ২২ জানুয়ারি বিকেল ৫টায় এর উদ্বোধন হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ফরাসি আলোকচিত্রী ড. পিয়েরে ক্লাকুইন। বিশেষ অতিথি বাংলাদেশি আলোকচিত্রী নাসির আলী মামুন।  

‘ফ্রেঞ্চ ডায়েরিস: টোয়েন্টি ফাইভ ইয়ারস, টোয়েন্টি ফাইভ ইমেজেস’ শীর্ষক এই প্রদর্শনী চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা। শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা ও বিকেল ৫টা থেকে রাত ৮টা।

বাংলাদেশ সময় : ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিনোদন এর সর্বশেষ