ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

মোহাম্মদ শামির অস্ট্রেলিয়া সিরিজ শেষ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
মোহাম্মদ শামির অস্ট্রেলিয়া সিরিজ শেষ ছবি: সংগৃহীত

ঢাকা: হ্যামস্ট্রিংয়ের চোটটা ভালোই ভোগাচ্ছে মোহাম্মদ শামিকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে (গত বছরের মার্চে) ভারতের হয়ে সর্বশেষ মাঠে নামেন ২৫ বছর বয়সী এ পেসার।

এবার অস্ট্রেলিয়া সফরে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন শামি।

শামির পরিবর্তে ভারতের টি-২০ দলে ডাক পেয়ে আন্তর্জাতিক ম্যাচে অভিষেকের প্রহর গুনছেন জাসপ্রিত বুমরাহ। ঘরোয়া ক্রিকেটে উজ্জ্বল পারফরম্যান্সের পুরস্কারই যেন পেলেন ২২ বছর বয়সী এ উদীয়মান ডানহাতি পেসার।

অ্যাডিলেডে আগামী মঙ্গলবার (২৬ জানুয়ারি) প্রথম টি-টোয়েন্টিতে অজিদের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। তিন ম্যাচ সিরিজের বাকি দু’টি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২৯ ও ৩১ জানুয়ারি। এদিকে, দুই ম্যাচ হাতে রেখে ইতোমধ্যেই পাঁচ ম্যাচের ওডিআই সিরিজটি জিতে নিয়েছেন স্মিথ-ম্যাক্সওয়েলরা। বাকি দু’টি ওয়ানডে আগামী ২০ ও ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ভারতের টি-২০ স্কোয়াড: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, অজিঙ্কা রাহানে, যুবরাজ সিং, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, ভুবনেশ্বর কুমার, আশিষ নেহরা, হার্দিক পান্ডে, উমেশ যাদব ও জাসপ্রিত বুমরাহ। ইনজুরি আক্রান্ত মোহাম্মদ ‍শামির নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ