bangla news

লাস ভেগাসে গাড়ি চাপায় নিহত ১, আহত ৩৭

|
আপডেট: ২০১৫-১২-২১ ১:৩৬:০০ এএম

যুক্তরাষ্ট্রের লাস ভেগাস স্ট্রিপে গাড়ি চাপায় পথচারীদের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও ৩৭ জন। আহতদের মধ্যে সাতজনকে গুরুতর আহতাবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা: যুক্তরাষ্ট্রের লাস ভেগাস স্ট্রিপে গাড়ি চাপায় পথচারীদের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও ৩৭ জন।

আহতদের মধ্যে সাতজনকে গুরুতর আহতাবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১১ বছরের একজন শিশুও রয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

খবরে বলা হয়, এটি ইচ্ছাকৃত না আসলেই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে দেশটির পুলিশ। এছাড়াও এ দুর্ঘটনায় চালককে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর আপাতত লাস ভেগাস স্ট্রিপ বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫/আপডেট: ১২৪১ ঘণ্টা
আরএইচএস/এসএস


        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2015-12-21 01:36:00