ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পৌর নির্বাচন পেছাবে না, প্রচারণার সুযোগ পাবেন না এমপিরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
পৌর নির্বাচন পেছাবে না, প্রচারণার সুযোগ পাবেন না এমপিরা প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ

ঢাকা: পৌরসভা নির্বাচন না পেছানো এবং সংসদ সদস্যদের (এমপি) নির্বাচনী প্রচারণার সুযোগ না দেওয়ার আগের সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও কার্যালয়ে বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে প্রায় দু’ঘণ্টা চলা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ। এতে অংশ নেন চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব।

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌর নির্বাচন পেছাতে বিএনপি ও জাতীয় পার্টির দাবি ছিল। দলগত ভাবে হতে যাওয়া এ নির্বাচনে এমপি-মন্ত্রীদের প্রচারণার সুযোগ দেওয়ার দাবি জানায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি।

এগুলোসহ রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দাবির বিষয়ে বৈঠক করে মূল দাবিগুলো ইসি নাকচ করে দিলেন  বলে বৈঠক সুত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
ইইউডি/টিআই/এএসআর

** বিভিন্ন দলের দাবি নিয়ে ইসি বেঠক চলছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ