bangla news

চড়ের বদলে আমিরকে চুমু দেওয়ার ওয়েবসাইট!

|
আপডেট: ২০১৫-১১-৩০ ১০:৩৭:০০ পিএম
আমির খান

আমির খান

অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলায় বলিউড তারকা আমির খানকে অপমানিত করতে ‘স্ল্যাপআমির.কম’ নামের একটি ওয়েবসাইট খোলা হয়েছিলো। জার্মানির মায়ামি অ্যাড স্কুলের কয়েকজন ছাত্রছাত্রীর উদ্যোগে চালু হওয়া...

অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলায় বলিউড তারকা আমির খানকে অপমানিত করতে ‘স্ল্যাপআমির.কম’ নামের একটি ওয়েবসাইট খোলা হয়েছিলো। জার্মানির মায়ামি অ্যাড স্কুলের কয়েকজন ছাত্রছাত্রীর উদ্যোগে চালু হওয়া এই সাইট তীব্র সমালোচনার মুখে পড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে। ফলে এটি পরিণত হলো কিসআমির.কম-এ!

ওয়েবসাইটটিতে ঢুকে দেখা গেছে, এখানে আমিরকে ভার্চুয়ালি চুমু দিতে পারবে যে কেউ। প্রতিবার মাউস ক্লিকের মাধ্যমে দেওয়া চুম্বনের সঙ্গে বদলে যাবে ৫০ বছর বয়সী এই অভিনেতার ছবি। ওয়েবসাইটটিতে বড়সড় ঠোঁট নাড়িয়ে চোখে, গালে, ঠোঁটে ভালোবাসা জানানো যাবে তাকে। এই প্রতিবেদন তৈরির সময় প্রায় ২৩ লাখ চুমু পড়েছে আমিরের গালে৷

চড় মারার মতো চুম্বনের ওয়েবসাইটিও সাড়া ফেলেছে। উদ্যোক্তারা বলেছেন, ‘এই ওয়েবসাইট তৈরির উদ্দেশ্য হলো ভালোবাসা ও মজা করা। এতে সহানুভূতি জানিয়ে ও চুমু দিয়ে আমিরের প্রতি ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়া যাবে।’

* আমিরকে চড় মারার ওয়েবসাইট!

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
জেএইচ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2015-11-30 22:37:00