ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজউকে মিথ্যা হলফনামা

সাবেক এমপি শহীদুলের বিরুদ্ধে মামলা করছে দুদক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
সাবেক এমপি শহীদুলের বিরুদ্ধে মামলা করছে দুদক

ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছে মিথ্যা হলফনামা দিয়ে বনানীতে প্লট নেওয়ার অভিযোগে ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য (এমপি) শহীদুল
ইসলামের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মামলার অনুমোদন দেয় কমিশন।

শিগগিরই দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মামলা দায়ের করবেন।

দুদক সূত্রে জানা গেছে, ২০০৫ সালে রাজউকে মিথ্যা হলফনামা দিয়ে বনানীতে পাঁচ কাঠার প্লট গ্রহণ করেন শহীদুল ইসলাম। দুদকের অনুসন্ধানে এ অভিযোগের সত্যতা পাওয়া গেলে মামলার অনুমোদন দেয় কমিশন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এডিএ/টিআই/এএসআর

** হ্যান্ডি’র মালিকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ