bangla news

সোমালিয়ায় হোটেলে আত্মঘাতী হামলা, নিহত ১২

506 |
আপডেট: ২০১৫-১১-০১ ১:৩৬:০০ এএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। রোববার (০১ নভেম্বর) মোগাদিসুতে অবস্থিত দেশটিতে বিখ্যাত সাহাফি হোটেলে এ হামলার ঘটনা ঘটে।

ঢাকা: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।

রোববার (০১ নভেম্বর) মোগাদিসুতে অবস্থিত দেশটিতে বিখ্যাত সাহাফি হোটেলে এ হামলার ঘটনা ঘটে। এ সময় আফ্রিকান ইউনিয়ন (এইউ) ও সোমালিয়ার সরকারি বাহিনীর সঙ্গে হামলাকারীদের গোলাগুলির ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বন্দুকধারীরা গাড়িতে চেপে হোটেল প্রাঙ্গণে ঢুকে পড়ে। এর পরপরই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

জঙ্গি সংগঠন আল-শাবাব সংশ্লিষ্ট একটি ওয়েবসাইটে হামলার ঘটনার দায় স্বীকার করে নেওয়া হয়েছে। এতে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, আল-কায়েদা সংশ্লিষ্ট এই জঙ্গি সংগঠনটির কর্মীরা হোটেল প্রঙ্গণে প্রবেশ করে বিস্ফোরণ ঘটিয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
আরএইচ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2015-11-01 01:36:00