ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কলম্বিয়ায় বিদ্রোহীদের হামলায় ১২ নিরাপত্তা কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
কলম্বিয়ায় বিদ্রোহীদের হামলায় ১২ নিরাপত্তা কর্মী নিহত

ঢাকা: কলম্বিয়ায় বামপন্থি বিদ্রোহীদের হামলায় ১২ নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। নিহতদের ১১ জনই সেনা সদস্য।

বাকি একজন পুলিশ সদস্য।

স্থানীয় সময় সোমবার (২৬ অক্টোবর) দেশটির উত্তরাঞ্চলীয় গিকান প্রদেশে এ হামলার ঘটনা ঘটে বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে। নিহতরা আঞ্চলিক নির্বাচনের জন্য ব্যালক বাক্স নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ছয়জন। তারা নির্বাচন কর্মী ও স্থানীয় গাইড বলে জানিয়েছে দেশটির পুলিশ।

কলম্বিয়ার বামপন্থি ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী লুইস কর্লোস।

এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস তীব্র নিন্দা জানিয়ে যেকোনো মূল্যে সন্ত্রাস প্রতিহতের ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ