ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চারঘাটে মাদকাসক্তের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
চারঘাটে মাদকাসক্তের কারাদণ্ড

রাজশাহী: রাজশাহীর চারঘাটে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ফিরোজ হোসেন নামে ওই ব্যক্তির একবছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।



মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত ফিরোজ হোসেন চারঘাট উপজেলার মৌগাছী গ্রামের কামাল হোসেনের ছেলে।

তিনি জানান, শাহানাজ বেগম নামে এক মা তার মাদকাসক্ত ছেলের অত্যাচার থেকে রেহাই পেতে পুলিশে সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দোষ স্বীকার করেন ফিরোজ।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিউল ইসলাম তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আদালতের নির্দেশে বিকেলে ফিরোজকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ