ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

শ্রীমঙ্গলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
শ্রীমঙ্গলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রীমঙ্গলে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘সিলেট মাহাতো কুর্মী ইনডিজেনাস সোসাইটি’র আয়োজনে শ্রীমঙ্গল উপজেলার ১২০ জন স্কুল-কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রীর হাতে সংগঠনটির পক্ষে একটি ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।



অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন জাতীয় সংসদের প্রাক্তন চিফ হুইপ ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, কালিঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি শ্যামরত কুর্মী।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
বিবিবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ