bangla news

বগুড়ায় মেডিকেলে ভর্তি বঞ্চিতদের বিক্ষোভ

153 |
আপডেট: ২০১৫-০৯-২২ ৫:০৫:০০ এএম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বগুড়ায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন। কর্মসূচিতে যুক্ত হয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবকরাও। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শহরের সাতমাথা এলাকায় মেডিকেল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করেন।

বগুড়া: মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বগুড়ায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন। কর্মসূচিতে যুক্ত হয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবকরাও।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শহরের সাতমাথা এলাকায় মেডিকেল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করেন। কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশ নেন।

কর্মসূচি চলাকালে আবুল কালাম আজাদ, তোফাজ্জল হোসেন, কোমল, ফারহানা রহমান, ফারহানা নাহিদ, হানজালা সর্দার, শর্মিলা ব্যানার্জী প্রমী, সুলতানা আঁখি, তানভীর হোসেন, সাবিনা ইয়াসমিন, ফাহমিদা আকতার, হোসেন জিল্লুর প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা মেধাবী শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দিতে প্রশ্নপত্র ফাঁসের পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে বলেন, প্রত্যেক শিক্ষার্থী আগামীর স্বপ্ন বুনোনে লেখাপড়া করে। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের কারণে আজ তাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার।

কেবল প্রশ্নপত্র ফাঁসের কারণে পরীক্ষা দিয়েও তারা আজ ডাক্তারি পড়ার সুযোগ থেকে বঞ্চিত। এ অবস্থায় তাদের মতো অসংখ্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। তাই তারা প্রশ্নবিদ্ধ পরীক্ষা বাতিলের জোরালো দাবি জানান।
 
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এমবিএইচ/এএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2015-09-22 05:05:00