bangla news

ফুলপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

161 |
আপডেট: ২০১৫-০৯-১৬ ৮:১৪:০০ এএম

ময়মনসিংহের ফুলপুরে খালের পানিতে ডুবে মার্জিয়া আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পুরাপুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মার্জিয়া ওই গ্রামের আনারুল হকের মেয়ে।

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে খালের পানিতে ডুবে মার্জিয়া আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পুরাপুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মার্জিয়া ওই গ্রামের আনারুল হকের মেয়ে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাড়ির পাশে খেলার সময় সবার অগোচরে খালের পানিতে পড়ে যায় শিশুটি। পরে দুপুর ৩টায় স্থানীয়রা খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এমএএম/জেডএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2015-09-16 08:14:00