bangla news

চান্দিনায় গাঁজা-মদসহ নারী মাদক ব্যবসায়ী আটক

256 |
আপডেট: ২০১৫-০৯-১১ ২:১০:০০ এএম
ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

কুমিল্লার চান্দিনা উপজেলায় ৫ কেজি গাঁজা ও ১২ বোতল ভারতীয় মদসহ ফেরদৌসী আক্তার (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলায় ৫ কেজি গাঁজা ও ১২ বোতল ভারতীয় মদসহ ফেরদৌসী আক্তার (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বাতাঘাসী ইউনিয়নের হাসিমপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের শাহিন আলমের স্ত্রী।

চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম জানান, ফেরদৌসী আক্তার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন।

শুক্রবার সকালে চান্দিনা থানায় মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে এসআই জানান।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এসআর

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2015-09-11 02:10:00