ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষা দিবসকে জাতীয় দিবস ঘোষণার দাবি

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
শিক্ষা দিবসকে জাতীয় দিবস ঘোষণার দাবি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: শিক্ষার্থীদের রক্তে অর্জিত মহান শিক্ষা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে মহানগর ছাত্রলীগ।  

শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শিক্ষা দিবস উপলক্ষে মহানগর ছাত্রলীগ আয়োজিত সমাবেশে এ দাবি জানান ছাত্রলীগের নেতারা।



১৯৬২ সালে পশ্চিম পাকিস্তান সরকারের গণবিরোধী শিক্ষা সংকোচনমূলক শিক্ষানীতি ছাপিয়ে দেওয়ার প্রতিবাদে ছাত্র আন্দোলন চলাকালে নিহতদের স্মরণে ও শিক্ষা দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। এ উপলক্ষে একটি র‌্যালি নগরীর লালদীঘি থেকে শুরু হয়ে কোতোয়ালী মোড়, নিউমার্কেট মোড় প্রদক্ষিণ করে।

র‌্যালি পরবর্তী সমাবেশে ১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান বক্তারা।   

সমাবেশে বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, সহ-সভাপতি নাজমুল হাসান রনি, একরামুল হক রাসেল, জয়নাল উদ্দিন জাহেদ, আ ফ ম সাইফুদ্দিন, নাঈম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, রনি মির্জা, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, শওকত আলী রনি।

সমাবেশে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু বলেন, ৬২’র ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত শিক্ষা দিবসকে এতদিন পর্যন্ত জাতীয় দিবসের মর্যাদা না দেয়া আমাদের জন্য সত্যি লজ্জাজনক।

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, চট্টগ্রামে নতুন নতুন বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠা ও ঢাকার সঙ্গে সামঞ্জস্য রেখে চট্টগ্রামের গণপরিবহনে শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’ কার্যকরের চলমান আন্দোলনে সরকারের সুদৃষ্টি কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সম্পাদকমন্ডলীর সদস্য হাসানুল আলম চৌধুরী সবুজ, গিয়াস উদ্দিন জেবিন, মিয়া মোহাম্মদ জুলফিকার, হাফিজ হাসান রুম্মান, ফয়সাল বিন নিজাম, উপ সম্পাদক ইমরান কামাল বনি, আবু হানিফ রিয়াদ, মিজানুর রহমান মিজান, দীপঙ্কর সৌম্য শান্ত, শেখ সরফুদ্দিন সৌরভ, আবদুল আহাদ, সহ সম্পাদক নাদিম উদ্দিন, জিয়াউল হক জিয়া, আবু ছালেহ নূর রিমন, সাব্বির সাকির, সদস্য আরাফাত রুবেল, কামরুল হুদা পাভেল, অনিন্দ্য বৈদ্য সানি, মিজানুর রহমান জনি, মো. রাসেল, মিজানুর রহমান মিজান, কলেজ ছাত্রলীগ নেতা বিকাশ দাশ, সরফুল আনাম জুয়েল, সৈয়দ আনিসুর রহমান, তোফায়েল আহমেদ মামুন, মাহমুদুল করিম, মো. রাসেল হোসাইন, হাসান রাব্বি সেতু, আবুল কালাম, ইসতিয়াক হায়দার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
আইএসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ