bangla news

চরফ্যাশনে টেম্পুর ধাক্কায় নিহত ১

162 |
আপডেট: ২০১৫-০৯-১০ ৭:০৮:০০ এএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

ভোলার চরফ্যাশন উপজেলার কলমি ব্রিজের কাছে টেম্পুর ধাক্কায় আলতাফ হোসেন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে করিমপুর-বাবুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার কলমি ব্রিজের কাছে টেম্পুর ধাক্কায় আলতাফ হোসেন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে করিমপুর-বাবুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলতাফের বাড়ি উপজেলার করিমপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে।

পুলিশ জানায়, সকালে যাত্রীবাহী একটি টেম্পু বাবুর হাট থেকে করিমপুর যাচ্ছিল। পথে কলমি ব্রিজের কাছে পৌঁছুলে টেম্পুটি পথচারী আলতাফকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় আলতাফকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

শশীভূষন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরেফিন ফয়সাল জানান, খবর পেয়ে পুলিশ টেম্পুটি আটক করেছে। তবে দুর্ঘটনার পর পর চালক পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
এসআই/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2015-09-10 07:08:00