bangla news

চট্টগ্রামে তিন হাজার ইয়াবাসহ গ্রেফতার দুই

257 |
আপডেট: ২০১৫-০৯-১০ ৬:২৯:০০ এএম
প্রতীকী

প্রতীকী

নগরীর কর্ণফুলী থানার শাহ্ আমানত সেতু এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম: নগরীর কর্ণফুলী থানার শাহ্ আমানত সেতু এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন হলেন, কক্সবাজার জেলার উখিয়া থানার ঘোনার পাড়ার মৃত আহম্মদ হোসেনের ছেলে মো. নূরুল হক (৪০) ও রামু থানার দেচুয়া পালং কম্বোনীয়ার মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে কামাল হোসেন (২৮)।

মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার এবিএম ফয়জুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিন হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।  এসময় একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়।

এ ঘটনায় কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
আইএসএ/টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2015-09-10 06:29:00