ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফুটওভার ব্রিজ না কি বাজার!

ফটো ও স্টোরি: কাশেম হারুন, ডেপুটি চিফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
ফুটওভার ব্রিজ না কি বাজার! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর কমলাপুর ফুটওভার ব্রিজটি যেন মিনি হাটবাজার। ব্রিজটির প্রায় পুরোটাই হকারদের দখলে থাকায় পথচারীদের চলাচলে প্রতিদিন সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা।




দীর্ঘদিন ধরেই হকারদের দখলে থাকা ব্রিজটিতে জাঁক করে বসেছে পেঁয়াজ-মরিচসহ কাঁচা সবজির বাজার।


শুধু সবজিই নয়, বাজারটিকে যেন পূর্ণতা দিতেই মাছ-মুরগীর দোকানও বসিয়েছেন হকাররা।

কী পাওয়া যায় না ফুটওভার ব্রিজের এই বাজারে! নিত্য প্রয়োজনীয় তৈজসপত্রেরও পসার সাজিয়েছেন দোকানিরা।


তৈরি পোশাক, স্যান্ডেলসহ শিশুদের হরেক রকম খেলনার সারি সারি দোকানও চোখে পড়বে এই ব্রিজে।


স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের প্রতিদিনই এই ফুটওভার ব্রিজের বাজার পেরিয়ে যেতে হয় শিক্ষা প্রতিষ্ঠানে।


প্রতিদিন এই ফুটওভার ব্রিজটি চরম বিরক্তি নিয়ে পার হন পথচারীরা। তাদের অভিযোগ হকাররা স্থানীয় প্রশাসনকে বশ করেই চালিয়ে যাচ্ছেন ছোট্ট এই বাজারটি!


খোঁজ নিয়ে জানা যায়, হকারদের দোকানবাবদ ধরনভেদে দৈনিক ৩শ’ থেকে ১ হাজার টাকা পর্যন্ত চাঁদা গুণতে হয়।

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ