ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

শৈলকুপায় নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৬, সেপ্টেম্বর ৪, ২০১৫
শৈলকুপায় নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপার নগরপাড়ায় কুমার নদীতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শীলা রানী (৭০) নামে ওই বৃদ্ধা নগরপাড়া গ্রামের দেবদাস কুমারের স্ত্রী।



শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে তিনি নগরপাড়ায় কুমার নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির পর নদীর মধ্য থেকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৫
এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ