bangla news

সাংবাদিক প্রবীরের মুক্তির দাবি আরইউজের

193 |
আপডেট: ২০১৫-০৮-১৭ ১০:৪৯:০০ এএম
প্রবীর সিকদার

প্রবীর সিকদার

সাংবাদিক প্রবীর সিকদারের মুক্তি ও তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। একই দাবিতে মঙ্গলবার (১৮ আগস্ট) মানববন্ধনের ঘোষণা দিয়েছে সাংবাদিকদের এ সংগঠনটি।

রাজশাহী: সাংবাদিক প্রবীর সিকদারের মুক্তি ও তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।

একই দাবিতে মঙ্গলবার (১৮ আগস্ট) মানববন্ধনের ঘোষণা দিয়েছে সাংবাদিকদের এ সংগঠনটি।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে আরইউজের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

এতে বলা হয়, সাংবাদিক প্রবীর শিকদারকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে আরইউজে।

একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। 

সাংবাদিক প্রবীর শিকদারের নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী মহানগরের সাহেব বাজার জিরোপয়েন্টে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে জানায় আরইউজে।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
এসএস/এমএ 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2015-08-17 10:49:00