bangla news

মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

138 |
আপডেট: ২০১৫-০৮-১৭ ৮:১৭:০০ এএম
ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অবিলম্বে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের তালিকার গেজেট প্রকাশ, হয়রানি ও ডি ক্যাটাগরি বন্ধ এবং ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন মেহেরপুরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা।

মেহেরপুর: অবিলম্বে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের তালিকার গেজেট প্রকাশ, হয়রানি ও ডি ক্যাটাগরি বন্ধ এবং ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন মেহেরপুরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা।

সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন করেন তারা।
 
মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ। এতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ মেহেরপুর জেলার আহ্বায়ক নুরুল হুদা, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলীসহ জেলার যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা অংশ নেন।

পরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খাইরুল হাসানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
এসআর

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2015-08-17 08:17:00