ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে পালিত হচ্ছে শোক দিবস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে পালিত হচ্ছে শোক দিবস ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

দিনটি উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শোকাহত মানুষের ঢল নামে।



সকালে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, বিভাগীয় কমিশনার দিলোয়ার বখত, জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, জেলা ও নগর আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক দল, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ।

এরপর এক মিনিট নিরবতা পালন শেষে নগরীতে শোক র্যালি বের করা হয়। ৠালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর টাউন হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রংপুর জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার দিলোয়ার বখত, রংপুর বিভাগের পুলিশের উপ-কমিশনার (ভারপ্রাপ্ত) হুমায়ন কবীর, রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক, রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন, সধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান সাফি, সাধারণ সম্পাদক বাবু তুষারকান্তি মন্ডল প্রমুখ।

বক্তারা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখির দাবি জানান।
   
অপরদিকে সকালে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা নগরীর বেতপট্টি মোড়ের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর তারা নগরীতে শোক ৠালি বের করেন। এছাড়া দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রংপুরের বিভিন্ন উপজেলায়ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
এসবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ