bangla news

বরিশালে ইয়াবাসহ আটক ২

303 |
আপডেট: ২০১৫-০৮-১২ ৭:১৮:০০ পিএম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাতে মহানগরের পৃথক দুই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বরিশাল: বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাতে মহানগরের পৃথক দুই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রাতে ডিবি পুলিশের পাঠানো ই-মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আটকরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের সটিখোলা গ্রামের শাহজাহান জমাদ্দারের ছেলে  রিয়াজুল ইসলাম ওরফে জাহিদ জমাদ্দার (৩০) ও সদরের সুজন জমাদ্দার (৩০)।

ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত পৌনে ১২টার দিকে মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানাধীন কেডিসি কোস্টাল বরফকল ফায়ার সার্ভিস ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে রিয়াজুলকে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৮টার দিকে মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন সাত মাইল ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সুজন জমাদ্দারকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

উভয় ঘটনায় আটকদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫১৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
এমজেড

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2015-08-12 19:18:00