bangla news

অনুপমের কনসার্টে যাচ্ছেন জাহিদ হাসান

986 |
আপডেট: ২০১৫-০৮-১১ ৬:৩৮:০০ এএম
জাহিদ হাসান ও অনুপম রায়

জাহিদ হাসান ও অনুপম রায়

ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় চট্টগ্রামে সংগীত পরিবেশন করবেন। চমকপ্রদ খবর হলো, এই আয়োজন দেখতে যাচ্ছেন জাহিদ হাসান। জনপ্রিয় এই অভিনেতার অংশগ্রহণের বিষয়টি আজ মঙ্গলবার (১১ আগস্ট) নিশ্চিত হয়েছে।

ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় চট্টগ্রামে সংগীত পরিবেশন করবেন। চমকপ্রদ খবর হলো, এই আয়োজন দেখতে যাচ্ছেন জাহিদ হাসান। জনপ্রিয় এই অভিনেতার অংশগ্রহণের বিষয়টি আজ মঙ্গলবার (১১ আগস্ট) নিশ্চিত হয়েছে। আগামী ২৯ আগস্ট এস.এস. খালেদ সড়কের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে হবে কনসার্টটি।

‘অনুপম রায় লাইভ ইন চিটাগাং’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজক তালাশ মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিরক দাশগুপ্ত জানান, জাহিদ হাসানকে আমন্ত্রণ জানানোর পর তিনি তা গ্রহণ করেছেন।

কনসার্টে অনুপমের পাশাপাশি গান গাইতে আসছেন ওপারের গায়িকা প্রশমিতা পাল ও ডাব্বু ঘোষাল। ২৯ আগস্ট সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে কনসার্ট চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। উপস্থাপনা করবেন রিসমি আক্তার তিশা।

কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে চট্টগ্রামের বাতিঘর, ওয়েল পার্ক, শৈল্পিক এবং ওয়েল ফুডে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
জেএইচ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2015-08-11 06:38:00