bangla news

ব্লগার হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি

163 |
আপডেট: ২০১৫-০৮-১১ ৬:১৫:০০ এএম

নিলয়সহ ব্লগার হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছে বিভিন্ন প্রগতিশীল সংগঠন। মঙ্গলবার (১১আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

বগুড়া: নিলয়সহ ব্লগার হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছে বিভিন্ন প্রগতিশীল সংগঠন।

মঙ্গলবার (১১আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন ও উদীচী বগুড়া জেলা সংসদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা ব্লগার হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান।

এতে বক্তব্য দেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির সভাপতি জিন্নাতুল ইসলাম, উদীচীর জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজু, যুব ইউনিয়ন জেলার সভাপতি সাজেদুর রহমান, ছাত্র ইউনিয়ন বগুড়ার সভাপতি নাদিম মাহমুদ, সাধারণ সম্পাদক শাওন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এমবিএইচ/এমএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2015-08-11 06:15:00