[x]
[x]
ঢাকা, বুধবার, ৮ ফাল্গুন ১৪২৫, ২০ ফেব্রুয়ারি ২০১৯
bangla news

সেনাবাহিনীর ইএমই কোরের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

282 |
আপডেট: ২০১৫-০৮-০৬ ৬:২৫:০০ এএম

বাংলাদেশ সেনাবাহিনীর ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোরের রিক্রুটদের (ব্যাচ ২০১৪-২) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোরের রিক্রুটদের (ব্যাচ ২০১৪-২) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. কবিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

এ কুচকাওয়াজ মাধ্যমে ৪৫ জন মহিলা রিক্রুটসহ মোট ১৮৮ জন রিক্রুট শপথ গ্রহণ করে। এতে মো. শরিফুল ইসলাম শ্রেষ্ঠ ও ইমরান হোসাইন দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হয়।

সামরিক বাহিনীর সৈয়দপুর অঞ্চলের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসারসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
এটি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache