[x]
[x]
ঢাকা, বুধবার, ৬ চৈত্র ১৪২৫, ২০ মার্চ ২০১৯
bangla news

দক্ষিণ কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরীর মৃত্যু

165 |
আপডেট: ২০১৫-০৭-২৯ ৭:৩২:০০ এএম

রাজধানীর অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে অল্পনা আক্তার (১৪) নামে এক কিশোরী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বুধবার (২৯ জুলাই) দুপুরে বাড়ির পাশে পড়ে থাকা বৈদ্যুতিক তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন আল্পনা।

ঢাকা: রাজধানীর অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে অল্পনা আক্তার (১৪) নামে এক কিশোরী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

বুধবার (২৯ জুলাই) দুপুরে বাড়ির পাশে পড়ে থাকা বৈদ্যুতিক তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন আল্পনা। গুরুতর অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

জানা যায়, আল্পনার বাবার নাম রবিউল ইসলাম। সে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ আবদুল্লাহপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী।

নিহতের দুলাভাই গোলাম আজীম বাংলানিউজকে জানান, দুপুরে বাসার সামনে পড়ে থাকা বৈদ্যুতিক তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন আল্পনা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকেল ৪টার দিকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
এজেডএস/আইএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14