[x]
[x]
ঢাকা, বুধবার, ৬ চৈত্র ১৪২৫, ২০ মার্চ ২০১৯
bangla news

মুক্তমঞ্চের নাট্যকর্মী রফিকুলের ইন্তেকাল

362 |
আপডেট: ২০১৫-০৭-২৪ ১২:০৬:০০ পিএম
প্রতীকী

প্রতীকী

মুক্তমঞ্চ থিয়েটারের সাধারণ সম্পাদক, নাট্যকার ও অভিনেতা রফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

ঢাকা: মুক্তমঞ্চ থিয়েটারের সাধারণ সম্পাদক, নাট্যকার ও অভিনেতা রফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তার এ মৃত্যুতে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কর্মীরা শোক প্রকাশ করেন।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন পরিবারের পক্ষ থেকে বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনাও জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
টিআই

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db