ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় একটি মাইক্রোবাস ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে মোস্তাফিজুর রহমান বুলু (৫০) নামে এক পথচারী মারা গেছেন। তিনি কাহালু উপজেলার বাসিন্দা।


 
শুক্রবার (২৪ জুলাই) বেলা ১২টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের চৌমুহুনী বাজার এলাকায় মাইক্রোবাস ও ভটভটির সংঘর্ষের ঘটনা ঘটে।
 
এ ঘটনায় ভটভটিচালক ও অপর এক যাত্রী আহত হলে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এছাড়াও সকাল ১০টার দিকে একই উপজেলার তালুক এলাকায় পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু মূসাসহ মাইক্রোবাসচালক আহত হন।
 
তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া সেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজিউর রহমান বাংলানিউজকে এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
এমবিএইচ/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ