bangla news

শীর্ষেই রয়েছেন রাকিব

328 |
আপডেট: ২০১৫-০৭-০২ ৯:৫৪:০০ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের স্বনামধন্য ব্র্যান্ড ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে 'ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা' প্রতিযোগিতার সপ্তম রাউন্ডের খেলা শেষ হয়েছে।

ঢাকা: দেশের স্বনামধন্য ব্র্যান্ড ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে 'ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা' প্রতিযোগিতার সপ্তম রাউন্ডের খেলা শেষ হয়েছে।

বৃহস্পতিবার (০২ জুলাই) বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব পূর্ণ ৭ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন।

চার জন খেলোয়াড় ৬ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। এরা হলেন- লিওনাইন চেস ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, নৌবাহিনীর ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদ, তিতাসের গোলাম মোস্তফা ভূঁইয়া ও ফায়ার-সার্ভিসের মোহাম্মদ এনায়েত হোসেন। ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের ফয়সাল হোসেন সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

শুক্রবার দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অষ্টম রাউন্ডের খেলা শুরু হবে। 

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ঘণ্টা, ২ জুলাই ২০১৫
ইয়া/আরএম

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2015-07-02 09:54:00