bangla news

তানোরে গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

301 |
আপডেট: ২০১৫-০৬-২৪ ৭:১৭:০০ এএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

রাজশাহীর তানোর উপজেলার থানার মোড়ে গলায় ফাঁস দিয়ে মুকুল হোসেন (৩৫) নামের এক কীটনাশক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার থানার মোড় এলাকায় অবস্থিত নিজ দোকানেই এ ঘটনা ঘটে।

রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলার থানার মোড়ে গলায় ফাঁস দিয়ে মুকুল হোসেন (৩৫) নামের এক কীটনাশক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।

বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার থানার মোড় এলাকায় অবস্থিত নিজ দোকানেই এ ঘটনা ঘটে। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মুকুল হোসেনের বাড়ি তানোর পৌরসভার ধানকৈড় গ্রামে। তিনি বেশ কয়েক বছর ধরে থানার মোড়ে কীটনাশকের ব্যবসা করে আসছেন।

বুধবার দুপুরে অজ্ঞাত কারণে দোকান বন্ধ করে ফ্যানের সঙ্গে দড়ি ঝুলিয়ে গলায় ফাঁস দেন। এতে তার মৃত্যু হয়। পরে লোকজন টের পেলে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করেন।

ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মুকুলের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এসএস/এএসআর

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2015-06-24 07:17:00