ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জামিন পাননি ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জুন ২, ২০১৫
জামিন পাননি ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: রাজধানীর পল্টন থানায় দায়ের করা ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার তিনটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন মহানগর দায়রা জজ আদালত।

মঙ্গলবার (০২ জুন) শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা তা নাকচ করে দেন।



এর আগে গত ২০মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতও জামিন আবেদন নাকচ করে দেন।

মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জামিন নামঞ্জুরের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

চলতি বছরের জানুয়ারি মাসে রাজধানীর পল্টন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ওই তিনটি মামলা দায়ের করা হয়। তিন মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

অনির্দিষ্টকালের অবরোধের প্রথম দিন গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গ্রেফতার হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি-জামায়াত জোটের আন্দোলনের সময় সংঘটিত নাশকতার ঘটনায় তার বিরুদ্ধে অন্তত ৭৬টি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জুন ০২, ২০১৫
এমআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ