ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, জুন ২, ২০১৫
বেনাপোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজিব (১৯) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (০১ জুন) সন্ধ্যা ৭টায় বেনাপোলের গাতিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।



নিহত রাজিব রাজশাহী জেলার চারঘাট থানার সাদিপুর গ্রামের কলিম উল্লাহর ছেলে। তিনি অস্থায়ীভাবে বেনাপোলে বসবাস করতেন।

পুলিশ জানায়, রাজিব নির্মাণাধীন একটি ভবনে শ্রমিকের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মনির হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, মৃতদেহ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, জুন ০২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ