ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সড়ক দুর্ঘটনা রোধে ঝিনাইদহে চালকদের প্রশিক্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, মে ১৬, ২০১৫
সড়ক দুর্ঘটনা রোধে ঝিনাইদহে চালকদের প্রশিক্ষণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: সড়ক দুর্ঘটনা রোধ করতে ঝিনাইদহে টেম্পু, মাহেন্দ্র ও ব্যাটারি চালিত ইজিবাইকসহ বিভিন্ন ধরনের থ্রি-হুইলার যানবাহন চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) সকালে জেলা ট্রাফিক পুলিশের অফিসে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।



ট্রাফিক ইন্সপেক্টর সালাহ উদ্দিন এসময় দুই শতাধিক চালককে প্রশিক্ষণ দেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন-সার্জেন্ট গৌরাঙ্গ পাল, জেলা মাহেন্দ্র মালিক সমিতির সভাপতি লিটন মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, অটো-টেম্পু মালিক সমিতির সভাপতি ইসাহাক আলী, সাধারণ সম্পাদক বাদশা মিয়াসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, মে ১৬, ২০১৫
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ