ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নির্বাচনী সহিংসতা মামলায় কাউন্সিলর প্রার্থী দেহরক্ষীসহ গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, মে ১৬, ২০১৫
নির্বাচনী সহিংসতা মামলায় কাউন্সিলর প্রার্থী দেহরক্ষীসহ গ্রেফতার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের সহিংসতা মামলায় ৩৫নং বক্সিরহাট ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. জসিমউদ্দিন প্রকাশ বারমাইয়া জসিমকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। একই মামলায় তার দেহরক্ষী আবু ইউসুফকেও গ্রেফতার করেছে পুলিশ।



শনিবার সকাল ছয়টার দিকে নগরীর বউবাজার এলাকা থেকে জসিমউদ্দিনকে ও খাজা রোড থেকে আবু ইউসুফকে গ্রেফতার করে পুলিশ।

বাকলিয়া থানার ওসি মো. মহসীন বাংলানিউজকে জানান, ২৮ এপ্রিল সিটি কর্পোরেশন নির্বাচনের দিন বক্সিরহাট ওয়ার্ডের শহীদ এনএমজে কলেজ কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটে।   সহিংসতায় কাউন্সিলর প্রার্থী জসিমউদ্দিনের অনুসারীরা অপর কাউন্সিলর প্রার্থী হাজী নুরুল হকের অনুসারীদের ওপর সন্ত্রাসী হামলা চালায়।   এতে হাজী নুরুল হকের অনুসারী আকতারসহ ৪-৫ জন আহত হয়।

এ ঘটনায় আকতারের স্ত্রী রোকসানা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করে। এ মামলার ১নম্বর আসামী মো. জসিমউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

ওসি বলেন, জসিমউদ্দিন পুলিশের তালিকাভুক্ত একজন পেশাদার অপরাধী।   তার বিরুদ্ধে জমি দখল, ইয়াবা ব্যবাসা, চাঁদাবাজি, অপহরণের মতো বিভিন্ন অপরাধে থানায় একাধিক মামলা ও জিডি রয়েছে।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, মে ১৬, ২০১৫
আরডিজি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ