ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় ৫ জনের কারাদণ্ড, ৭ জনের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, মে ১৫, ২০১৫
বগুড়ায় ৫ জনের কারাদণ্ড, ৭ জনের জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় পাঁচ জনের কারাদণ্ড ও সাত জনের আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।  

এর মধ্যে শাজাহানপুর উপজেলাধীন ফুলদীঘি এলাকায় অবস্থিত হোটেল ‘হানি ডে’-তে সরসরি অশ্লীল কাজে লিপ্ত থাকার দায়ে পাঁচ জনের সশ্রম কারাদণ্ড, তিন জনের অর্থ জরিমানা এবং মাদক সেবনের দায় স্বীকার করায় আরও চার জনসহ মোট সাত জনের বিরুদ্ধে সর্বমোট ৪০ হাজার টাকার আর্থিক জরিমানাদেশ দেওয়া হয়।



শুক্রবার (১৫ মে) বিকেল ৬টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ড. তায়েব উর রহমান আশিক পৃথকভাবে এসব আদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মাদারীপুর জেলা সদরের নাছির উদ্দিনের মেয়ে পপি খাতুন (২০), যশোর জেলার জেলার কেশবপুর উপজেলার মেহেরপুর গ্রামের আবু সালামের মেয়ে মনি খাতুন (২০) ও বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকার আফজাল হোসেনের ছেলে আব্দুর রউফ (৩৮)। এদের প্রত্যেকের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৪ ধারায় একমাস করে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

এসময় অবৈধভাবে অশ্লীল ব্যবসা পরিচালনার দায়ে একই ধারায় হোটেল কর্মচারি বগুড়া শহরের মাটিডালী মধ্যপাড়ার রজব আলীর ছেলে মনির হোসেন (২২) ও শিবগঞ্জ উপজেলার পার আচলা এলাকার হান্নান প্রামানিকের ছেলে রুবেল হোসেনকে (২২) একই ধারায় তিন মাস করে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

এছাড়া অশ্লীল ব্যবসা পরিচালনা করায় একই ধারায় হোটেল কর্মচারি দিনাজপুর জেলা সদরের ঝিনঝিনিরা এলাকার গোলজার হোসেনের ছেলে মোতাহার আলী (৩৭), একই জেলার গাবতলী উপজেলার পলাশবাড়ী এলাকার মজিবর রহমানের ছেলে আরিফ হোসেন (২৩) ও সারিয়াকান্দী উপজেলার হিন্দুকান্দী এলাকার মজনু মিয়ার ছেলে শান্ত মিয়া ওরফে বাবু মিয়ার (২৪) বিরুদ্ধে প্রত্যেককে পৃথকভাবে আট হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। পরে জরিমানার টাকা পরিশোধ করে কারাদণ্ড মওকুফ পেয়েছেন তারা।  

অন্যদিকে, হোটেলের পাশে মাদক সেবন করার দায়ে শাজাহানপুর উপজেলাধীন ফুলদীঘি এলাকার ছফের ফকিরের ছেলে আবু বকর (২৮), বকুল মিয়ার ছেলে রুবেল হোসেন (২৮), শমসের আলীর ছেলে মো. রাব্বী (২৮), সেকেন্দার আলীর ছেলে মো. রনিসহ (২৬) প্রত্যেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দণ্ডবিধির ২৬ ধারায় প্রত্যেককে তিন মাসের সশ্রম কারাদণ্ড, অনাদায়ে চার হাজার টাকা করে জরিমানাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।   

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা,  মে ১৫, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ