ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, মে ১৫, ২০১৫
রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

ঢাকা: রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।



এর মধ্যে রাজধানীর লালমাটিয়া ব্লক-ডি আসাদ গেট সংলগ্ন একটি নির্মাণাধীন বাড়ির সাত তলার ছাদ থেকে পড়ে খোকন মিয়া (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার তিনি ওই ভবনের ছাদে কাজ করার সময় পড়ে যান। এরপর রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার বাবার নাম মোফাজ্জেল হোসেন। তার বাড়ি গাইবান্ধা জেলায়।

তার সহকর্মী ও চাচা আবদুল গনি বাংলানিউজকে জানান, বিকেলে সাত তলার ছাদে এক সঙ্গে নির্মাণ করছিলেন তারা। এমন সময় তিনি হঠাৎ পড়ে যান। এরপর দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

এদিকে, রাজধানীর গেন্ডারিয়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আবদুর রহিম (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাত সাড়ে ৮টায় মৃত ঘোষণা করেন।

জানা যায়, তার বাবার নাম সেলিম মিয়া। বর্তমান ঠিকানা গেন্ডারিয়া, ঢালকা নগর এলাকায়।

ঘটনা প্রসঙ্গে তার বন্ধু রাকিব বাংলানিউজকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গেন্ডারিয়া শহীদ নগর নেসারিয়া কামিল মাদ্রাসার পেছনে একটি বৈদ্যুতিক খুঁটিতে হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হন আবদুর রহিম।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, মে ১৫, ২০১৫
এজেডএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ