ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তিন’শ বছরের পুরনো শিবমূর্তি চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মে ১৫, ২০১৫
তিন’শ বছরের পুরনো শিবমূর্তি চুরি

চট্টগ্রাম: বোয়ালখালী উপজেলার একটি মন্দির থেকে ৩০০ বছরের পুরনো কষ্টি পাথরের একটি শিবমূর্তি চুরি হয়ে গেছে।   বৃহস্পতিবার রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পূর্ব খিতাপচর গ্রামে এ ঘটনা ঘটে।



সারোয়াতলী ইউপি সদস্য মোহাম্মদ শহিদুল আলম বাংলানিউজকে বলেন, পূর্বখিতাপচর গ্রামের ডা. সুরেশ চন্দ্র চৌধুরী বাড়ির পারিবারিক একটি মন্দির থেকে প্রায় ৩০০ বছরের পুরনো একটি শিবমূর্তি চুরি হয়ে গেছে।   শুক্রবার দুপুরে বাড়ির লোকজন মন্দিরে গেলে চুরির বিষয়টি জানতে পারেন।   ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাতেই শিবমূর্তি চুরির ঘটনা ঘটেছে।
 
কষ্টি পাথরের মূর্তিটির ওজন প্রায় ৩০ কেজি বলে জানা গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে জানান শহিদুল আলম।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, মে ১৫, ২০১৫
এএএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ