ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উপজেলা নির্বাচন

সংরক্ষিত আসনের প্রার্থীদেরও টিআইএন দিতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মে ১৫, ২০১৫
সংরক্ষিত আসনের প্রার্থীদেরও টিআইএন দিতে হবে

ঢাকা: আগামী ১৫ জুন অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্থ উপজেলা নির্বাচনের সংরক্ষিত আসনের প্রার্থীদেরও ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) জমা দিতে হবে।
 
নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান আরজু জানিয়েছেন, মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের ১২ ডিজিটের টিআইএন নম্বরটি দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

এর আগে তিন সিটি নির্বাচনের সময় এ বিধান প্রথমবারের মতো কার্যকর করে ইসি।

জাতীয় রাজস্ব বোর্ডের একটি অধ্যাদেশ অনুযায়ী, সব নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য এটি বাধ্যতামূলক কর‍া হয়েছে। এক্ষেত্রে যাদের টিআইএন নম্বর নেই, সেসব সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের আগেই টিআইএন নম্বর খুলে নিতে হবে।
 
সারাদেশে ৪৮৩ উপজেলায় সংরক্ষিত আসনে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন। এসব উপজেলায় সংরক্ষিত নারী আসন সংখ্যা ১ হাজার ৫৭৭টি। এতে ১৪ হাজার ১২ জন ভোটার তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যন পদে ২০১৪ সালে সাত দফায় ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ মে সংরক্ষিত আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময়।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মে ১৫, ২০১৫
ইইউডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ