ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, মে ১৫, ২০১৫
নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ছবি : প্রতীকী

নওগাঁ: নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

এরা হলেন-মহাদেবপুর উপজেলার মমিনপুর গ্রামের বাসিন্দা আবুল হোসেন (৪৫) ও এনায়েতপুর গ্রামের শাহ আলমের ছেলে রিমন (৭)।



মান্দা উপজেলার সতিহাট এলাকায় মাইক্রোবাস চাপায় আবুল হোসেন ও এনায়েতপুর এলাকায় ট্রাক চাপায় শিশু রিমন নিহত হয়।

শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে আবুল হোসেন অটোরিকশা চালিয়ে মান্দা থেকে বাড়ি ফিরছিলেন। এসময় সুতিহাট এলাকায় একটি মাইক্রোবাস অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

মান্দা থানার পরিদর্শক (ওসি) মোজাফ্ফর হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, বিকেল সাড়ে ৩টার দিকে মহাদেবপুর উপজেলার এনায়েতপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক শিশু রিমনকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।

মহাদেবপুর থানার পরিদর্শক (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পর রিমনের মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। একই সঙ্গে ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক-হেলপার পালিয়েছেন। এ ঘটনায় মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মে ১৫, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ