ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, মে ১৫, ২০১৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা): প্রায় ১৫ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যান চলাচলে স্বাভাবিক গতি ফিরে এসেছে।

শুক্রবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের কুমিল্লা অংশের মাধাইয়া, ইলিয়টগঞ্জ ও চান্দিনা বাস স্টেশন এলাকার যানজট কমে পরিস্থিতি স্বাভাবিক হয়।



এরআগে ভোরে সড়কে ট্রাক উল্টে যানজটের সৃষ্টি হয়। দুপুর নাগাদ তা ১৫ কিলোমিটার দীর্ঘ আকার ধারণ করে। পরে জুমার নামাজের পর থেকে ধীরে ধীরে চলতে শুরু করে গাড়ি।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (সার্জেন্ট) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, দুপুরের পর থেকে যানজট কমতে শুরু করলেও পুলিশ সদস্যদের অক্লান্ত পরিশ্রমে সন্ধ্যায় মহাসড়ক সম্পূর্ণ যানজটমুক্ত হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মে ১৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ