ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে কৃষিভিত্তিক সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, মে ১৫, ২০১৫
ময়মনসিংহে কৃষিভিত্তিক সেমিনার

ময়মনসিংহ: ফসলে ভালো ওষুধ এবং এর গুণগত মান নিয়ন্ত্রণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার জার্মপ্লাজম সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।



বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও মেডিসিনাল প্লান্টস অ্যান্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এএফএম ফখরুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ড. সুলতান উদ্দিন ভূইয়া।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. এম এ রহিম। ময়মনসিংহ আয়ুর্বেদিক কলেজের প্রেসিডেন্ট মোস্তফা নওশাদ জাকি’র পরিচালনায় দিনব্যাপী এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘন্টা মে ১৫, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ