ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুর্গাপূজায় তিন দিনের ছুটি দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, মে ১৫, ২০১৫
দুর্গাপূজায় তিন দিনের ছুটি দাবি

ঢাকা: সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

শুক্রবার (১৫ মে)  ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

তিনি বলেন, জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নির্বাচনকালীন সময়ে ৬০টি সংরক্ষিত আসন, পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা সময়ের দাবি।

অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা পাচঁদিন ধরে চলে। এই উৎসবকে কেন্দ্র করে পরিবারের সবাই একত্রিত হওয়ার জন্য উন্মুখ হয়ে থাকেন।

কিন্তু ছুটি কম থাকার কারণে আত্মীয়-স্বজনদের সঙ্গে সেভাবে একত্রিত হওয়ার সুযোগ থাকে না।

‘তাই সংবিধানে বর্ণিত সম অধিকার ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে দুর্গাপূজায় তিন দিনের ছুটি ঘোষণা করতে হবে,’ দাবি করেন তিনি।

২৫ মের মধ্যে সরকারকে এ দাবি বাস্তবায়নে ঘোষণা দেওয়ার দাবি জানিয়ে গোবিন্দ বলেন, এই সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২৬ মে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে। এরপর আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র পলাশ কান্তি দে, উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুকুমার সরকার, সিনিয়র সহ-সভাপতি সুকৃতি মন্ডল, যুগ্ম মহাসচিব ডা. এমকে রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মে ১৫, ২০১৫
এজেডকে/এএইচএফ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ