ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

জীবন দিয়ে তেঁতুল হুজুরদের ক্ষমতায় আসা ঠেকাবো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মে ১৪, ২০১৫
জীবন দিয়ে তেঁতুল হুজুরদের ক্ষমতায় আসা ঠেকাবো ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তেঁতুল হুজুররা মন্ত্রী-এমপি হলে দেশ পাকিস্তান-আফগানিস্তান হয়ে যাবে। জীবন দিয়ে হলেও তেঁতুল হুজুরদের ক্ষমতায় আসা ঠেকাবো।


 
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ল্যাপটপ মেলার উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তেঁতুল হুজুরদের প্রধান পৃষ্ঠপোষক মন্তব্য করে তথ্যমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার অজ্ঞতার রাজনীতির কারণে বাংলাদেশ ১০ বছর সাবমেরিন ক্যাবলে যুক্ত হতে পারেনি। বিএনপির রাজনীতি ১০ বছর দেশকে পিছিয়ে দিয়েছে।
 
মন্ত্রী বলেন, চাপাতি বাহিনী, জঙ্গিবাদী, আগুন সন্ত্রাসী এবং তেঁতুল হুজুররাও তথ্যপ্রযুক্তির সেবা নিচ্ছে। তারাও ল্যাপটপ, মোবাইল ব্যবহার করছে। তারা সেই ব্যবহারের মাধ্যমে চাপাতি, আগুন সন্ত্রাস ছড়াচ্ছে। এদের ঠেকাতে হবে। তা না হলে তথ্যপ্রযুক্তিও ড. অভিজিতদের মতো ক্ষতবিক্ষত হয়ে পড়ে থাকবে।
 
মন্ত্রী চাপাতি বাহিনী, জঙ্গিবাদ, আগুন সন্ত্রাসী ও তেঁতুল হুজুরদের হাত থেকে দেশকে রক্ষা করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মে ১৪, ২০১৫
এমএইচপি/এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ