ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মে ১৪, ২০১৫
সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রওশন আলী (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সাভারের রেডিও কলোনির নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, দুপুরে রেড়িও কলোনির নয়াবাড়ি এলাকায় বিদ্যুতের মেইন লাইন থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হন রওশন আলী।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সাভারের সুপার ক্লিনিক অ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-৩ (শিমুলতলা) জোনাল অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার আক্তারুজ্জামান লস্কর বলেন, অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। এ সময় ওই লাইনের ট্রান্সফর্মারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

এ ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছেনা বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মে ১৪, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ