ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

বিসিসি’র আউটসোর্সিং প্রশিক্ষণের নিবন্ধন চলছে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মে ১৪, ২০১৫
বিসিসি’র আউটসোর্সিং প্রশিক্ষণের নিবন্ধন চলছে

বেসিক আইটি শিক্ষায় শিক্ষিতদের অনলাইনে আয় নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ কম্পি‌উটার কাউন্সিল (বিসিসি)। এ লক্ষে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটির সাথে চুক্তি সাক্ষর করছে বিসিসি।



নূন্যতম এইচএসসি পাশ এবং বেসিক আইটি শিক্ষা জানা আছে এমন যে কেউ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে।

কম্পিউটার গ্রাফিক ডিজাইন এবং এসইও এর উপর পেশাভিত্তিক প্রশিক্ষণ দেয়া হবে শিক্ষার্থীদের।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে বিসিসির সচিব মিজানুর রহমান এবং ক্রিয়েটিভ আইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মনির হোসেন চুক্তিপত্রে সাক্ষর করেন। উপস্থিত ছিলেন বিসিসির নির্বাহী পরিচালক এস.এম শফিকুল ইসলাম, প্রোগ্রামার মো. গোলাম রাব্বানী, মোসাম্মৎ আকতার জাহান, ক্রিয়েটিভ আইটির ব্যবস্থাপনা পরিচালক উৎপল কুমার সরকার, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মীর তানভীর হোসেন তমালসহ প্রমুখ।

বিসিসি’র নির্বাহী পরিচালক আশা প্রকাশ করে বলেন,  আউটসোর্সিংয়ে অভিনব এই কোর্সের মাধ্যমে আমাদের দেশের বেকারত্ব দূর হবে। সমাজের স্বল্প শিক্ষিত যুবক এবং মহিলারা ঘরে বসে উপার্জন করতে পারবে অনায়াসে যা বৈদেশিক অর্থ উপার্জনের ক্ষেত্রে সম্প্রসারণ ঘটবে।

কোর্সিটিতে অংশগ্রহণে ইচ্ছুকদের রেজিস্ট্রেশনের জন্য এই www.bcc.net ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে।

২৪ মে ক্রিয়েটিভ আইটির মিলনায়তনে নিবন্ধনকারীদের নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচী নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মে ১৪, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ