[x]
[x]
ঢাকা, বুধবার, ৬ চৈত্র ১৪২৫, ২০ মার্চ ২০১৯
bangla news

বৃহস্পতির চাঁদ ‘ইউরোপা’য় লবণের সন্ধান

839 |
আপডেট: ২০১৫-০৫-১৪ ৩:১৪:০০ এএম

সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির উপগ্রহ ইউরোপা’র গায়ে যে কালো দাগ দেখা যায়, তা আসলে সামুদ্রিক লবণ বলে মন্তব্য করেছেন বিজ্ঞানীরা। মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা’র আউটার প্লানেটস প্রোগ্রামের বিজ্ঞানী কার্ট নেইবার সাংবাদিকদের এ তথ্য জানান।

ঢাকা: সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির উপগ্রহ ইউরোপা’র গায়ে যে কালো দাগ দেখা যায়, তা আসলে সামুদ্রিক লবণ বলে মন্তব্য করেছেন বিজ্ঞানীরা।

মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা’র আউটার প্লানেটস প্রোগ্রামের বিজ্ঞানী কার্ট নেইবার সাংবাদিকদের এ তথ্য জানান।

কার্ট নেইবার বলেন, ইউরোপার ভূগর্ভস্থ সমুদ্রের ওপর ভাসমান লবণের কারণেই তার দেহে এমন কালো দাগ দেখা যায়।

তিনি বলেন, এই তথ্য বিজ্ঞানীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে এবার ইউরোপা বসবাসযোগ্য কি না, তা জানা যাবে।

কার্ট আরও বলেন, যখন আমরা আমাদের সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবো, তখন আমরা ইউরোপায় প্রাণের সন্ধানের ব্যাপারে খোঁজখবর শুরু করবো।

দশকেরও বেশি সময় ধরে ইউরোপার গায়ে রহস্যময় এই কালো দাগ বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে আসছে। এবার তার একটা বিশ্বাসযোগ্য উত্তর পাওয়া গেল বলে এসময় মন্তব্য করেন কার্ট নেইবার।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মে ১৪, ২০১৫
আরএইচ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14