[x]
[x]
ঢাকা, বুধবার, ৬ চৈত্র ১৪২৫, ২০ মার্চ ২০১৯
bangla news

ফিলাডেলফিয়ায় দুর্ঘটনা কবলিত ট্রেনের গতি ছিল দ্বিগুণ

569 |
আপডেট: ২০১৫-০৫-১৪ ১:১৭:০০ এএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুর্ঘটনা কবলিত মার্কিন রেল পরিষেবা প্রদান সংস্থা অ্যামট্রাকের ট্রেনটি গতিসীমার দিগুণ গতিতে চলছিল বলে জানিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় রাতে ট্রেনটি রাজধানী ওয়াশিংটন থেকে নিউইয়র্ক যাওয়ার পথে ফিলাডেলফিয়ার পোর্ট রিচমন্ড এলাকায় দুর্ঘটনায় পড়ে।

ঢাকা: দুর্ঘটনা কবলিত মার্কিন রেল পরিষেবা প্রদান সংস্থা অ্যামট্রাকের ট্রেনটি গতিসীমার দিগুণ গতিতে চলছিল বলে জানিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় রাতে ট্রেনটি রাজধানী ওয়াশিংটন থেকে নিউইয়র্ক যাওয়ার পথে ফিলাডেলফিয়ার পোর্ট রিচমন্ড এলাকায় দুর্ঘটনায় পড়ে।

এতে সাতজন নিহত হন, যার মধ্যে একজন সাবেক কংগ্রেস সদস্যও ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুইশ’ জন।

জাতীয় যোগাযোগ নিরাপত্তা বোর্ড (ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড- এনটিএসবি) জানিয়েছে, ট্রেনটি ঘণ্টায় একশ’ ৭০ কিলোমিটার (ঘণ্টায় একশ’ ৬ মাইল) বেগে ছুটতে শুরু করলে এর ড্রাইভার ইমার্জেন্সি ব্রেক কষে।

কিন্তু দুর্ঘটনার আগে তার এ প্রচেষ্টা ট্রেনটির গতি ঘণ্টায় একশ’ ৬৪ কিলোমিটারে নামিয়ে আনতে পারে।

দুর্ঘটনা কবলিত ট্রেনের ব্ল্যাক বক্স উদ্ধারের পর এসব তথ্য জানা গেছে বলে জানিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, মে ১৪, ২০১৫
আরএইচ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db