ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

ডিভিডেন্ড ওয়ারেন্ট পাঠিয়েছে বিএটিবিসি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, মে ১৪, ২০১৫
ডিভিডেন্ড ওয়ারেন্ট পাঠিয়েছে বিএটিবিসি

ঢাকা: খাদ্য ও আনুষঙ্গিক খাতের ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড(বিএটিবিসি)সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশের ওয়ারেন্ট (চেক) বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

বেনিফিশিয়ারি ওনার্স(বিও) হিসাবে দেওয়া নিজ নিজ ঠিকানায় এ ওয়ারেন্ট পাঠানো হয়েছে।

ডিএসই ওয়েবসাইটে কোম্পানির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
গত ১১ মে লভ্যাংশের চেক পাঠানো শুরু করে কোম্পানিটি।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য নগদ ৪৫০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি ১০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল। এ নিয়ে ঘোষিত মোট লভ্যাংশ দাঁড়িয়েছে ৫৫০ শতাংশ।

২০১৩ সালে বিএটিবিসি বিনিয়োগকারীদের ৬২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ১৯৭৭ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, মে ১৪, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শেয়ারবাজার এর সর্বশেষ