ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সিলেটের ১১ উপজেলায় সংরক্ষিত আসনে নির্বাচন ১৫ জুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, মে ১৪, ২০১৫
সিলেটের ১১ উপজেলায় সংরক্ষিত আসনে নির্বাচন ১৫ জুন

সিলেট: সিলেটের ১১টি উপজেলা পরিষদের সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।  
 
১৫ জুন (সোমবার) ভোট গ্রহণের দিন নির্ধারণ করে বুধবার (১৩ মে) এ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

 
 
তফসিল অনুযায়ী ২১ মে (বৃহস্পতিবার) মনোনয়ন দাখিলের শেষ দিন।   ২৩ মে (শনিবার) মনোনয়ন বাছাই, ৩০ মে (শনিবার) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।  
 
মহিলা সদস্য পদে নির্বাচনে প্রার্থীদের রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছে।  
 
সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, বালাগঞ্জ, জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, গোলাপগঞ্জ, জৈন্তাপুর, বিয়ানীবাজার ও কানাইঘাটে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে মামলা সংক্রান্ত জটিলতার কারণে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে না।
 
সিলেট জেলা নির্বাচন অফিসার ও উপজেলা পরিষদ সংরক্ষিত আসনে মহিলা সদস্য নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।  
 
নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলেও জানান তিনি।   
 
বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, মে ১৪, ২০১৫
এনইউ/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ