ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইস্ট ডেল্টায় ওরিয়েন্টেশন অনুষ্ঠান রোববার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, মে ৯, ২০১৫
ইস্ট ডেল্টায় ওরিয়েন্টেশন অনুষ্ঠান রোববার

চট্টগ্রাম: ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) সামার সেমিস্টারে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে রোববার।   ইডিইউর প্রবর্তক মোড়ের বর্ধিত অ্যাকাডেমিক ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।



এতে ওরিয়েন্টেশন স্পিকার থাকবেন ব্যাংক এশিয়ার ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড চিফ বিজনেস অফিসার (কর্পোরেট) মোহাম্মদ রোসাংগীর। সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান।

বক্তব্য রাখবেন ইডিইউ’র প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, আমেরিকার সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটির এমবিএ প্রোগ্রামের ডিরেক্টর অধ্যাপক ড. দেবাশীষ চক্রবর্তী প্রমুখ।

গত ১৭ এপ্রিল ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় সামার সেমিস্টারের ভর্তি পরীক্ষা। এতে প্রচুর সংখ্যক ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী মেধা যাচাইয়ে অংশ নেয়।  

ইডিইউ’র প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, ভর্তি পরীক্ষা ছাড়া আমরা কাউকে ইস্ট ডেল্টায় পড়ার সুযোগ দেইনা। কেননা এ প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার জ্ঞান লাভের পদ্ধতি খানিক আলাদা। প্রচলিত বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে অধিক সংখ্যক ছাত্র-ছাত্রী ভর্তি হয়, সে ধারণা থেকে আমরা বহু আগেই সরে এসেছি।  

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে বিবিএ, এমবিএ, ইংরেজী, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ০৯, ২০১৫
আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ